অনলাইন তথ্য সেবার জন্য ওয়ার্ল্ড সামিট অন দ্যা ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরষ্কারের বাছাই পর্বে মনোনীত হয়েছে বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়ন ও শিক্ষক বাতায়ন। চূড়ান্তভাবে বিজয়ী হতে হলে অন্যান্য দেশের বাছাই পর্বে মনোনীত প্রজেক্ট গুলোর সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্তৃক দাখিলকৃত প্রজেক্ট দুটিকে অধিকতর সংখ্যক অনলাইনে ভোট পেতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআইয়ের পক্ষ থেকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও চূড়ান্ত বিজয়ের লক্ষে প্রকল্পের জন্য ভোট চাইতে ইতিমধ্যে প্রচারনা শুরু করেছে এটুআই এবং আইসিটি বিভাগ। ভোট প্রদানের শেষ সময় আগামী ১ মে ২০১৫ পর্যন্ত। রাঙামাটির টেক ভ্যালি এই ভোট প্রদানের জন্য সহযোগীতা করছে।
টেক ভ্যালি সিইও মো: হালিম শেখ জানান,ভিডিওর মাধ্যমে জনগণকে এই বিষয়ে ধারণা প্রদান ও ফ্রি ই-মেইল একাউন্ট চালু ও ভোট প্রদানের ব্যবস্থা করছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর