জনসংহতি সমিতির জুরাছড়ি উপজেলা শাখার ৫ম সন্মেলন অনুষ্ঠিত

Published: 17 Apr 2015   Friday   

সন্তু লারমার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জুরাছড়ি উপজেলা কমিটির ৫ম শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে মায়া চান চাকমাকে সভাপতি, সাধারণ সম্পাদক পদে সুমিত চাকমা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে বরুন চাকমাকে নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

 

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলা শিশু পার্কে অনুষ্ঠিত জনসংহতি সমিতির উপজেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক গুনেন্দু বিকাশ চাকমা। জনসংহতি সমিতির উপজেলা শাখার  আহ্বায়ক রনজিৎ কুমার দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী দেওয়ান, জেলা শাখার সভাপতি সুবর্ণ চাকমা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা।

 

সন্মেলনে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ  অভিযোগ করে বলেন, ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ১৭ বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন না করে সরকার একের পর এক চুক্তি লংঘন করে চলেছে। পার্বত্য চট্টগ্রামে বিজিপি ও সেনা ক্যাম্প স্থাপনের নামে আদিবাসীদের ভূমি অধিগ্রহন করা হচ্ছে।

 

বক্তারা আরও বলেন, পার্বত্যবাসী আশা করেছিল পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে এ অঞ্চলে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকার সংরক্ষণসহ সকল ধরণের জাতিগত-শ্রেণীগত নিপীড়ন, শোষণ-বঞ্চনার অবসান ঘটাবে। কিন্ত সেই স্বপ্ন আজও পূরণ হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত