কাপ্তাইয়ে সড়ক দুঘর্টনায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হ্লাসুইউ মারমা তাঁর পরিবার নিয়ে চিংমরম বাজার ঘাট সংলগ্ন সড়ক অতিক্রম করার সময় কাপ্তাই থেকে চন্দ্রঘোনামুখী আসা একটি সিএনজি চালিত অটোরিক্স্রা তাঁর পুত্র হ্লাক্য মারমা(৬)কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হ্লাক্য মারমার মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে। উভয়ের মধ্যে একটি সমযোতা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.