রামগড়-মাটিরাঙ্গা-পানছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Published: 17 Apr 2015   Friday   

খাগড়াছড়ি পার্বত্য জেলায় রামগড়-মাটিরাঙ্গা-পানছড়িতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পৃথক পৃথক ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । শুক্রবার স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।

 

স্থানীয় টাউন হলে অনুষ্ঠিত আলোচনা সভায় রামগড় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ হাবিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম(আলমগীর) । বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইউনুস আলী মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, রামগড় পৌরসভার কাউন্সিলর বাদশা মিয়া। উপজেলা মৎস্য অফিসার মোঃ জসিম উদ্দিন পরিচালনায় অনান্যের মধ্যে সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, আওয়ামীলীগ নেতা শেরআলী ভুইয়া প্রমূখ বক্তব্য রাখেন ।

 

এদিকে মাটিরাংগায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। মাটিরাংগা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল¡ বক্তব্য রাখেন মাটিরাঙ্গা  ডিগ্রী কলেজে’র অধ্যক্ষ মোঃ আবুল হোসেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মাটিরাংগা পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম বাবু প্রমুখ । এসময় আলোচনা সভায় মাটিরাংগা বিভিন্ন  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

 

অপরদিকে দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। শুক্রবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক।  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা রত্নকান্তি রোয়াজা, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জয়নাথ দেব । এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল বিভাগীয় প্রধান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ বাহার মিয়াসহ ও স্থানীয় সংবাদ কর্মীরা ।

 

বক্তারা বলেন, এ দিনটি বাঙ্গালী জাতির জন্য এক স্মরনীয় দিন। আজকের দিনেই মেহেরপুরের বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। এ সরকার প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ২৬মার্চের স্বাধীনতার ঘোষনাকে সমর্থন ও অনুমোদন করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত