রাঙামাটি রাজ বন বিহারে বুদ্ধ পূনির্মা উদযাপিত

Published: 16 May 2022   Monday   

মঙ্গলবার রাঙামাটি রাজবন বিহারে বিভিন্ন দানানুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধ পূর্নিমা উদযাপিত হয়েছে ।


রাজ বন বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় সভায় বনভান্তের অমৃতময় বাণীর উদ্ধৃতি দিয়ে বৌদ্ধ পুণ্যার্থীদের উদ্দেশ্য  ধর্ম দেশনা দেন রাঙামাটি রাজ বন বিহারের  আবাসিক ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্যে দেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। স্বাগত বক্তব্যে দেন রাঙাামাটি রাজ বন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান। অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমীয় খীসা। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা ও বিহার পরিচালনা কমিটির সদস্যরাসহ অন্যান্য প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে  কয়েক হাজার বৌদ্ধ নর-নারী অংশ নেন।


এর আগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন চত্বর থেকে  রাজ বন বিহার প্রাঙ্গণ পর্ষন্ত একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে  অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা । এছাড়া বিশে^ শান্তি ও মঙ্গল প্রার্থনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন রাজবন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান ভিক্ষু ভদন্ত শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।  ধর্মীয় আলোচনা সভার শুরুর আগে বুদ্ধ পূজা, বুদ্ধ মূর্তি দান, পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিস্কার দানসহ নানাবিধ দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বিকালে হাজার বাতি প্রজ্জালন ও ফানুস বাতি উড়ানো হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত