পার্বত্যাঞ্চলকে দুনীর্তি মুক্ত করার লক্ষে দুর্নীতি বিরোধী সভা অনুষ্ঠিত

Published: 25 May 2022   Wednesday   

 পার্বত্যাঞ্চলকে দুনীর্তি  মুক্ত করার লক্ষে বুধবার রাঙামাটিতে  এক দুর্নীতি বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি দুদক সমন্মিত জেলা  কার্যালয়ে দুনীতি আমরা দেখবনা দুনীর্তি আমরা করবনা দুনীর্তি এদেশ থেকে তাড়িয়ে দেব” জাতির জনক বঙ্গবন্ধুর এই অমর বাণিকে সামনে রেখে  সভায় প্রধান অতিথি ছিলেন দূর্নীতি দমন কমিশিনের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাহামুদ হাসান। রাঙামাটি জেলা দুর্নীতি দমন সমন্মিত কমিটির উপ পরিচালক মোঃ শফিউল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রেখেছেন  রাঙ্গামাটি দুর্নীতি প্রতিরোধ কমিটির  সভাপতি  ওমর ফারুক, খাগড়াছড়ি  দুর্নীতি প্রতিরোধ কমিটির  সভাপতি সুদশন দত্ত  রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক ললিতচি চাকমা, একই কমিটির সদস্য , তন্দ্র চাকমা , লংগদু উপজেলা কমিটি সভাপতি মৌলানা ফোরকান আহামেদ,  খাগড়াছড়ি দুপ্রক কমিটির সদস্য সুইচিং থোয়াই মারমা,কাপ্তাই উপজেলা কমিটির সভাপতি শাহাদাত হোসেন দৌধুরী , গুইমারা উপজেলা কমিটির সভাপতি নুরুল ওহাব  পানছড়ি উপজেলা দুপ্রক কমিটির সভাপতি সৈয়দ আহামদ , কাউখালী দুপ্রক কমিটির সভাপতি  গফুর আহমদ , নানিয়াচর দুপ্রক কমিটির সভাপতি নারায়ন শাহা প্রমুখ ।  অনুষ্ঠান পরিচালনা করেছেন সহকারি পরিচালক আমিনুল ইসলাম। করোনার পর এই প্রথম রাঙামাটি ও খাগড়াছড়ির প্রতিটা উপজেলা দুপ্রক কমিটিকে নিয়ে সমন্বয় সভা করা হলো।

প্রধান অতিথির বক্তব্যে দূর্নীতি দমন কমিশিনের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাহামুদ হাসান আমাদের সকলকে  দূনীর্তি মুক্ত দেশ গড়ার অঙ্গিার নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটা দুপ্রক কমিটি কোন দুর্নীতি দেখলে তার তথ্য উপাথ্য সহকারে রেজুলেন আকারে দুর্নীতি কমিশন অফিসে পাঠাতে পারে।অফিস তার পদক্ষেপ নেবে।  একই সঙ্গে কমিটি দুর্নীতি প্রতিরোধের জন্য আরও অধিক প্রচারনা চালাতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত