খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকারের লক্ষ্যকে প্রতিষ্ঠিত করতে সকলকে একযোগে কাজ করে যেতে হবে। অন্যথায় পার্বত্য জন মানুষের আর্থ-সামাজিক ও সম্প্রীতি উন্নয়নের গতিতে ব্যাঘাত ঘটবে। কারণ সু-সম্পর্ক ও বাস্তবিক চিন্তা-চেতনাকে সম্মুন্নত রেখে কাজ করতে না পারলে দেশ ও জাতির উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে।
শনিবার খাগড়াছড়ি জেলার গুইমারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বেকার যুব মহিলারে আত্ম-সামাজিক উন্নয়নের লক্ষে প্রশিক্ষার্থীদের মাঝে সনদ-সেলাই মেশিনসহ প্রান্তিক চাষিদের সেচ পাম্প বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো: তোফায়েল আহম্মদ পিএসসি, সিন্ধুকছড়ি জোন কমান্ডার লে: কর্নেল রাব্বী আহসান পিএসপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাহেদুল আলম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বকাউল, গুইমারা থানা আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ,প্রান্তিক চাষীরা অনুষ্ঠানে অংশ নেয়।
এ সময় প্রশিক্ষনর্থীদের মাঝে সার্টিফিকেটসহ এডিপি ও এলজিএসপির অর্থায়নে ২০টি সেলাই মেশিন, প্রান্তিক চাষিদের মধ্যে ১০টি পাম্প, ৬টি ফুট পাম্প ও ৩টি সোলার বিতরন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.