ফায়ার ম্যান নিপন চাকমার কন্যার স্কুলের যাবতীয় ব্যয়ভার নিলো লেকার্স স্কুল

Published: 09 Jun 2022   Thursday   

সিতাকুন্ড ট্রাজেডিতে নিহত ফায়ার ম্যান নিপন চাকমার কন্যা উন্নতি চাকমার স্কুল জীবনে পড়াশুনার যাবতীয় ব্যয়ভারের দায়িত্ব নিয়েছে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ।


বৃহস্পতিবার সেনা বাহিনীর রাঙামাটি রিজিয়ন কার্যালয়ে নিহত নিপন চাকমার কন্যা উন্নতি চাকমার হাতে আনুষ্ঠানিকভাবে অঙ্গীকার পত্র তুলে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন। এসময় রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজর মোঃ আরিফ মাহমুদ,মনিরুজ¥ামান মহসিন রানা, নিহত নিপন চাকমা স্ত্রী সুমনা দেওয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন। নিহত ফায়ার ম্যান নিপন চাকমা কন্যা রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের যষ্ঠ শ্রেনীতে পড়াশুনা করছে।


নিহত ফায়ার ম্যান নিপন চাকমার স্ত্রী সুমনা দেওয়ান তার মেয়ের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ পড়াশুনার যাবতীয় ব্যয়ভার বহন করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।  


রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ  মেজর মোঃ আরিফ মাহমুদ বলেন, রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ নিপন চাকমার অকাল প্রয়াণে সহমর্মিতা ও সহযোগিতা নির্দেশনাস্বরুপ উন্নতি চাকমার সমগ্র স্কুল জীবনে পড়াশুনা যাবতীয় ব্যয়ভার গ্রহন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত