বাঘাইছড়িতে বজ্রপাতে এক স্কুল ছাত্রী নিহত

Published: 14 Jun 2022   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে  এক ছাত্রী নিহত হয়েেছে।  নিহতের নাম রুপসী চাকমা। এসময় তার মা আহত হয়েছেন।

খেদারমারা ইউপি চেয়ারম্যান বিটু চাকমা জানান, মঙ্গলবার দুপুরের দিকে খেদারমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড় দূরছড়ি গ্রামে খেদারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রনীর ছাত্রী রুপসী চাকমা তার মা অনিতা চাকমা বাড়ীতে ভাত খাচ্ছিলেন। এসময় বাড়ীর আঙ্গীনার গাছে পড়া বজ্রপাত ছিটকে বাড়িতে পড়ে বাড়ীর পাশের একটি গাছে অকস্মিক বজ্রপাত পড়ে। এতে রপসী চাকমা নিহত হয় ও তার অনিতা চাকমা আহত হন।  রুপসী চাকমা খেদারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ ম শ্রনীর ছাত্রী। তার বাবার পুলিন বিহারী চাকমা। এর আগে গত সোমবার একই এলাকায় বজ্রপাতে অর্ক চাকমা নামে এক কলেজ ছাত্র নিহত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত