খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় পুলিশ হত্যা চেষ্টায় কর্তব্য অবহেলার দায়ে ওসিসহ ৩জনকে বদলী করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় গ্রেফতার হওয়া দুই আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ।
জানা যায়, গত ৫এপ্রিল রোববার রাতে সাড়ে ১১টার দিকে বাজার এলাকায় অন্ধকারে বসে আড্ডারত কতিপয় যুবককে চার্জ করাকে কেন্দ্র করে থানার উপ-পরিদর্শক(এসআই) অলি উলাহ’র নেতৃত্বে পুলিশের একটি টহলদলের গাড়ি আটকিয়ে তাদের উপর হামলা চালানো হয় । ঐ যুবকরা পুলিশের উপ-পরিদর্শক অলি উলাহকে মারধর করে। এক পর্যায়ে তারা পুলিশ কর্মকর্তার গায়ে পেট্রোল ছিটিয়ে দিয়াশলাই জেলে আগুন লাগানোর চেষ্টা করে । এ ঘটনায় ৬এপ্রিল রমাগড় উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন(২২)সহ ৭যুবলীগ কর্মীর নাম উল্লেখ করে এবং ১৫-২০জন অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন পুলিশ কর্মকর্তা অলিউল্লাহ । এ মামলায় ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন, যুবলীগ কর্মী মিলন ওরফে মুরগী মিলন, জিয়াউর রহমান বাবু, জালাল উদ্দিন ও অকিজ ট্যোবাকোর কর্মচারি মইন উদ্দিন শিপনকে গ্রেফতার করা হয় ।
রামগড় মামলার তদন্তকারী কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মিলন ওরফে মুরগি মিলন ও জিয়াউর রহমান বাবু আদালতে ১৬৪ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে দায়িত্ব পালনরত পুলিশ কর্মকর্তা অলি উলাহর উপর হামলা ও গায়ে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় যথাযথ ব্যবস্থা না নেয়াসহ কর্তব্য অবহেলার দায়ে রামগড় থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হককে খাগড়াছড়ি কোর্টে এবং থানার সেকেন্ড অফিসার উ-পরিদর্শক অকতার হোসেনকে খাগড়াছড়ি সদর থানা ও উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলমকে মহালছড়ি থানায় বদলী করা হয়েছে ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.