বাঘাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত

Published: 04 Jan 2015   Sunday   

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় রোববার যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।বটতলী আলনুর যুবতবলিক কমিটি ও গাউছিয়া কমিটির যৌথ উদ্যোগে উপজেলা সদর চৌমুহনী চত্তরে মুক্তমঞ্চে আয়োজিত এ ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলনুর যুবতবলিক কমিটি বাংলদেশ বাঘাইছড়ি উপজেলা শাখা সভাপতি মাওলনা আলহাজ সৈয়দ আবদুল নুর সাহেব।বক্তব্য রাখেন গাওছিয়া কমিটি উপজেলা শাখা সভাপতি আবু হানিফ (নঈমি), মাওলনা মোঃ আমিনুল হক,  মাওলনা বশির আহম্মদ, মাওলনা মোঃ মোজাম্মেল হক। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলগের সহ-সভাপতি  আলহাজ আবদুল শুক্কুর মিয়া, উপজেলা আওয়ামীলীগের  সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলনা নুর ইসলাম।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত