পানছড়িতে নির্বানপুর অরণ্য কুটিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

Published: 20 Apr 2015   Monday   

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুধুকছড়া নির্বানপুর অরণ্য কুটিরে বাংলা নববর্ষ উপলক্ষে সোমবার  এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। দিনব্যাপী অনুষ্ঠানে পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরের অধ্যক্ষ শ্রীমৎ শাসন রক্ষিত মহাস্থবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ছিলেন পানছড়ি ডিগ্রী কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, খগেশ্বর ত্রিপুরা, এডভোকেট আশুতোষ চাকমা, নিগার সুলতানা, শতরূপা চাকমা প্রমুখ। রেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইচ্ছামনি চাকমা। অনুষ্ঠানের শুরুতে ভিক্ষু সংঘের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলী পাঠ ও প্রধান অতিথির উদ্যেশ্যে মানপত্র পাঠ করা হয়। পরে পঞ্চশীল প্রার্থনা, সার্বজনীন সংঘদান, কল্পতরুদান, হাজার প্রদীপ উৎসর্গ ও মহামঙ্গলসূত্র  পাঠ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি বলেন, শীল পালন করলে মনে প্রশান্তি আছে। পরিবার, সমাজ তথা দেশের মঙ্গল বয়ে আনে। শীলবান ব্যাক্তি সর্বদা পূজনীয় হয়। তিনি আরও বলেন, সকল ধর্ম শান্তির ধর্ম। মঙ্গলময় ধর্ম। কিন্তু হিংসাত্মক মানুষগুলো তা পালন না করে সর্বদা অমঙ্গলে কাজ করে। তিনি সকলকে স্ব-স্ব-ধর্মনুযায়ী ধর্ম পালন করার আহবান জানান।

 

এ সময় তিনি দুধুকছড়া নির্বানপুর অরণ্য কুটির নতুন ভাবে নির্মাণের ব্যাপারে সব ধরণের সহযোগিতা ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত