রাঙামাটিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

Published: 21 Apr 2015   Tuesday   

বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর হামলার, বুধবারের  ডাকা হরতালের সমর্থনে ও রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিনকে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

 বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আদালতের প্রবেশ গেইট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশী বেষ্টনীতে সড়কের পার্শ্বেই পথসভা করে দলটি।  এতে বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান,জেলা বিএনপির সহ-সভাপতি হাজী জহির আহম্মেদ সওদাগর, যুগ্ন সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, মোঃ রফিক উদ্দিন, শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, রাঙামাটি জেলা তৃণমুল দলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

 

বক্তারা সরকারের স্বৈরাচারি অগনতান্ত্রিক আচরনের মূখ্য জবাব দিতে আপামর জনগণকে বুধবারের হরতালের সমর্থনে রাস্তায় নেমে আসার আহবান জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত