বাংলা বর্ষবরনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারীদের উপর যৌন হয়রানী ও শ্লীলতাহানীর প্রতিবাদে বুধবার বান্দরবানে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জেলার মানবাধিকার কমিশন, দূর্বার নেটওর্য়াক, নারী যোগাযোগ কেন্দ্র ও নারী পক্ষের যৌথ উদ্যোগে জেলা বান্দরবান প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ডনাইপ্রু মারমা নেলীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত মানবন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ্যাড.সাহারা হোসেন, রুপনা দাশ, বান্দরবান সদর উপজেলার প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যাসহ প্রমুখ। মানববন্ধনেজেলার বিভিন্ন নারী-পুরুষ, সামাজিক-বেসরকারী সংগঠন , গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের জনসাধারণ অংশ গ্রহন করেন।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বাংলা নববর্ষের দিনে নারীদের যৌন হয়রানী কারীদের ছবি ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করার সত্ত্বেও এখনও গ্রেফতার করেনি পুলিশ প্রশাসন।
বক্তারা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মত জায়গায় যদি এ ধরনেরর নৃশংস কাজ সংঘটিত হয় তাহলে বাংলাদেশে যে কোন স্থানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা হতে পারে। তাই শুধু সমতল এলাকায় নয় পাহাড় ও সমতলে সকল নারীদের অধিকার এবং নিরাপত্ত্বা প্রদানে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.