মহালছড়িতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

Published: 22 Apr 2015   Wednesday   

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টায় ভাইয়ের সাথে পাশর্^বর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়। মহালছড়ি উপজেলার থলিপাড়া গ্রামের রতন ত্রিপুরার দুই বছরের কন্যা শিশু অনিতা ত্রিপুরা ।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে রতন ত্রিপুরা ও তাঁর স্ত্রী দুই ছেলে-মেয়েকে বাড়িতে রেখে একসাথে বাড়ির বাইরে কাজে গেলে অনিতা ত্রিপুরা ও তার বড় ভাইসহ খেলতে খেলতে পাশর্^বর্তী পুকুরে গোসল করতে গিয়ে ২ বছরের শিশু অনিতা ত্রিপুরা পানিতে পড়ে ডুবে যায়। পরে জানাজানি হলে স্থানীয় লোকজন অনিতা ত্রিপুরাকে পুকুর থেকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় মহালছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিতা ত্রিপুরাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় বাবা ও মা কন্যা শোকে বার বার মুর্ছা যাচ্ছিলেন।


মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেমায়ূন কবির চৌধুরী পানিতে ডুবে মরে যাওয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন । তবে থানায় কেউ কোন অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত