সন্তু লারমাকে পার্বত্য চুক্তির জন্য আন্দোলন করতে হবে না-এ সরকারের মেয়াদেই চুক্তি বাস্তবায়িত হবে--সেতুমন্ত্রী

Published: 22 Apr 2015   Wednesday   

সন্তু লারমাকে  চুক্তির জন্য আন্দোলন করতে হবে না, এ সরকারের মেয়াদেই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ভুমি সমস্যাসহ বিভিন্ন সমস্যাগুলো সমাপ্ত করা হবে ।

 

বুধবার সকালে বান্দরবানের থানচি-আলিকদম সড়ক পরিদর্শনের সময় এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

 

 এ সময় উপস্থিত ছিলেন, সেনাবহিনী চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারের কোরের প্রধান আব্দুল কাদির, বান্দরবান রিজিয়ন কমান্ডার নকিব আহমেদসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

 

বান্দরবানে প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৩৩ কি.মি দৈর্ঘ্য থানচি-আলিকদম সড়ক পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । সড়কটি নির্মাণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী ১৬ ইসিবি ।

 

মন্ত্রী আরও বলেন, বান্দরবান পার্বত্য জেলার থানছি-আলিকদম সড়ক উদ্ধোধনের জন্য আগামী মে মাসের যে কোন দিন বান্দরবান সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উল্লেখ্য, পার্বত্য চুক্তির বাস্তবায়নের দাবিতে সরকারকে রোডম্যাপ কর্মসূচি ঘোষনা দিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সভাপতি এবং আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা ১লা মে থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত