বাঘাইছড়িতে সেনা বাহিনী ও ইউপিডিএফের বন্দুক যুদ্ধে নিহত ১ঃ এসএমজি ও গুলি উদ্ধার

Published: 23 Apr 2015   Thursday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছে ছড়ি এলাকায় বৃহস্পতিবার দুপুরে সেনা বাহিনী ও ইউনাইটেড পিপলসডেমেক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সাথে বন্দুক যুদ্ধে ইউপিডিএফের স্থানীয় গ্রুপ কমান্ডার রনেশ চাকমা ওরফে সুপ্রিম নামের একজন নিহত হয়েছে। এ সময় সেনা বাহিনী ঘটনাস্থল থেকে একটি এসএমজি, ৪০ রাউন্ড গুলি, ১টি ওয়াকিটুকি ও দুটি মোবাইল সেট উদ্ধার করেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং-এ এগুচ্ছে ছড়ি এলাকায় সেনা বাহিনী ও পুলিশের একটি যৌথ নিয়মিত টহল দলের সামনে পড়ে গেলে প্রথমে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা গুলিবর্ষন করলে সেনা বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে এক ঘন্টাব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনা  ঘটে এবং প্রায় সাড়ে তিনশ থেকে চারশ রাউন্ড গুলি বিনিময় হয়। পরে ইউপিডিএফের সদস্যরা বন্দুক যুদ্ধে ঠিকতে না পেরে পালিয়ে যায়। পরে এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সেনা পোশাকে পরিহিত ই্উপিডিএফের গ্রুপ কমান্ডার রনেশ চাকমা ওরফে সুপ্রিমের লাশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অত্যাধুনিক একটি এসএমজি, ৪০ রাউন্ড তাজাগুলি, ১টি ওয়াকিটুকি ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রনেশের মাথায়, হাতে, বুকে ও পায়ে গুলির চিহৃ রয়েছে। তার বাড়ী সাজেক ইউনিয়নের গুলগ মাছড়া গ্রামে। এ ঘটনায় সাজেক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-১।


অপর একটি সুত্র জানিয়েছে, এ ঘটনায় ইউপিডিএফের দুই থেকে ৩ জন আহত হয়েছে। তবে তাদের নাম জানা না গেলে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে সূত্রটি জানিয়েছে।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিয়মিত সেনা ও পুলিশের যৌথ টহর দলের সামনে পড়ে গেলে ইউপিডিএফের সদস্যরা টহল দলের উপর গুলি বর্ষন করলে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের লাশ, ১টি এসমএজি ও ৪০ রাউন্ড গুলি এবং ১টি ওয়াকিটুকি ও দুটি মোবাইল সেট উদ্ধার উদ্ধার করা হয়েছে। বর্তমানে যৌথ বাহিনীর টহল সেখানে অবস্থান করছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


ইউপিডিএফের বিবৃতিঃ
বৃহস্পতিবার ইউপিডিএফ প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় সাজেকে নিরাপত্তা বাহিনীর সাথে ইউপিডিএফের গুলি বিনিময়ের ঘটনায় একজন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে তা সত্য নয় এবং এ ধরনের কোনো ঘটনার সাথে ইউপিডিএফের ন্যুনতমও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

 

বিবৃতিতে আরও বলা হয়, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গঠনলগ্ন থেকে গণতান্ত্রিকভাবেই ইউপিডিএফ তার কার্যক্রম পরিচালনা করে আসছে। কাজেই, নিরাপত্তা বাহিনীর সাথে গুলি বিনিময়ের কোন প্রশ্নই আসে না। গুলি বিনিময়ের সাথে ইউপিডিএফকে জড়ানোর উদ্দেশ্য হচ্ছে ইউপিডিএফের গণতান্ত্রিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি সুগভীর চক্রান্ত।

 

বিবৃতিতে সত্যিকার অর্থে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, নাকি পরিকল্পিতভাবে কাউকে হত্যা করা হয়েছে তা খটিয়ে দেখা দরকার বলে মন্তব্য করা হয়েছে। বিবৃতিতে ইউপিডিএফের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত