দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন,অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা

Published: 15 Aug 2023   Tuesday   

রাঙামাটির সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে মঙ্গলবার ‘‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন: অনুপ্রেরণায় বঙ্গবন্ধু’’ শীর্ষক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইনটারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগিতায় সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে  আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি নিরূপা দেওয়ান।  প্রধান অতিথি ছিলেন সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিকাশ চাকমা। বক্তব্য   রাখেন সনাক সদস্য প্রফেসর বাঞ্ছিতা চাকমা, গৈরিকা চাকমা, সহকারি শিক্ষক রনজিৎ কুমার নাথ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ সভাপতি ও শিক্ষা উপকমিটির আহবায়ক অঞ্জুলিকা খীসা।  এর আগে সনাকের উদ্যোগে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

 

সভার শুরুতে প্রথমে কুইজ প্রতিযোগিতার জন্য বঙ্গবন্ধুর জীবনী, বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী অবস্থান ও কুইজ সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ইয়েস দলনেতা ফাইজুল ইসলাম। কুইজ প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে এমসিকিউ পদ্ধতিতে  উত্তরের মাধ্যমে  সর্বোচ্চ স্কোরধারী দশ  জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। প্রতিযোগিতায় ১০৩ জন ছাত্র-ছাত্রী অংশগহণ করেন।
 
সভাপতির  বক্তব্যে নিরূপা দেওয়ান বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের জাতির নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।  বঙ্গবন্ধুর দুর্নীতিবিরোধী অবস্থানকে মনে প্রাণে ধারণ করে দুর্নীতি বিরোধী চেতনা জাগ্রত করতে হবে। তিনি  দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য তরুণদের উৎসাহিত করেন এবং দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মকে সাহসিকতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান। 
--প্রেস বিজ্ঞপ্তি।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত