রাঙামাটি সরকারী কলেজের শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন

Published: 11 Oct 2023   Wednesday   

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন,শিক্ষা ক্যাডারদের পদোন্নতি, পদ সৃজনসহ বিভিন্ন দাবীতে বুধবার দ্বিতীয় দিনে রাঙামাটি সরকারী কলেজের শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। এতে কলেজের যাবতীয় কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। 


বিসিএস সাধারন শিক্ষা সমিতির উদ্যোগে রাঙামাটি সরকারী সরকারী কলেজের একাডেমিক ভবনের সামনে সকাল ১০টা থেকে তিন ঘন্টা ও পরে কলেজের মুল মেইটের সামনে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। কর্মবিরতি চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, কলেজের উপাধ্যক্ষ জাহেদা সুলতানা ও নুরুল করিম মাসুদ প্রমুখ। কর্মবিরতির দ্বিতীয় দিনে শ্রেনী পাঠদান থেকে কলেজের অন্যান্য যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল।


শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষকদের পদোন্নতি, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রয়োজনীয় পদ সৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিলসহ বিভিন্ন নায্য দাবী আজো পুরণ হয়নি। সরকার শিক্ষা ক্যাডারদের দিন দিন সরিয়ে দিচ্ছে। এভাবে হলে ভবিষ্যতে এ শিক্ষা ক্যাডার থাকবে না। নেতৃতবৃন্দ অতিদ্রুত এসব দাবী দাওয়া বাস্তবায়ন করা হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত