ইউপিডিএফ নেতা রিকো চাকমাকে আটকের নিন্দা ও প্রতিবাদ

Published: 23 Apr 2015   Thursday   

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এ দাবি জানিয়েছেন।


প্রেস বার্তায় দাবি করা হয়, ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রিকো চাকমা বুধবার (২২ এপ্রিল) রাতের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে গাড়িটি গুইমারায় পৌঁছলে একদল নিরাপত্তা বাহিনী সদস্য তাকে গাড়ি থেকে নামিয়ে আটক করে নিয়ে যায়।


প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়েছে, ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য সরকার আইন-শৃংখলা বাহিনীকে লেলিয়ে দিয়ে নেতা-কর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার পার্বত্য চট্টগ্রামকে একটি বিশেষ মহলের কাছে পরিচালনার দায়িত্ব দিয়েছে। তারই ফ্যাসিস্ট কায়দায় ইউপিডিএফসহ সাধারণ জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।


যতই দমন-পীড়ন চালানো হোক না কেন, ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে কিছুতেই স্তব্ধ করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ তার লক্ষ্য অর্জনে সকল পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।


প্রেস বার্তায় অবিলম্বে রিকো চাকমাকে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধর-পাকড় ও নিপীড়ন-নির্যাতন বন্ধ করা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত