রাঙামাটি আসনে দলীয় মনোনয়নপত্র নিলেন দীপংকর ও নিখিল কুমার

Published: 19 Nov 2023   Sunday   

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ালীগের সভাপতি দীপংকর তালুকদার। একই সাথে তিনি প্রার্থী  হিসেবে রোববার জেলা রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়ন পত্র কিনে নিয়েছেন। অপরদিকে প্রাথী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা।

 

জানা গেছে, রাঙামাটি ২৯৯নং আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীপংকর তালুদারের পক্ষ থেকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ দলীয় প্রধান কার্যালয় থেকে শনিবার আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। এতে দীপংকর তালুকদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অংসুই প্রু চৌধুরী, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংশুসাইন চৌধুরীসহ অন্যান্যরা। অপরদিকে আরেক মনোনয়ন প্রত্যাশী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা নিখিল কুমার চাকমা আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র নিয়েছেন


অপরদিকে, রোববার দীপংকর তালুকদারের পক্ষ থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

 

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর জানান, রাঙামাটির আসন থেকে দীপংকর তালুকদারের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। দল থেকে দীপংকর তালুকদাকে শতভাগ মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পত্র নেওয়া নিখিল কুমার চাকমা জানান, দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।


রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, রাঙামাটির ২৯৯ নং আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বর্তমান সাসংদ দীপংকর তালুকদারের পক্ষ থেকে  প্রার্থী  হিসেবে প্রথম মনোনয়ন পত্র কিনে নেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত