খাগড়াছড়িতে শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট

Published: 25 Apr 2015   Saturday   

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয়েছে জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট। শনিবার জেলা স্টেডিয়ামে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি সেনা জোনের অধিনায়ক লেঃ কর্ণেল হাসান মাহমুদ।

 

এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার (জিএসওটু-আই) রুবায়াত জামিল, জেলার জ্যেষ্ঠ সাংবাদিক ও ক্রীড়া ব্যক্তিত্ব তরুণ ভট্টাচার্য্য, ক্রীড়া ব্যক্তিত্ব অনুপ কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য জুয়েল চাকমা উপস্থিত ছিলেন।

 

প্রথম দিনের ম্যাচে জেলা সদরের সায়ারে ক্লাব বনাম জাগরণ তরুণ সংঘ মুখোমুখি হয়। টুর্ণামেন্টে জেলা সদরের আটটি ক্লাব অংশগ্রহণ করেছে। গতকালের খেলায় রেফারি দায়িত্ব পালন করেন তুহিন দে, সহকারি রেফারি প্রদীপ ত্রিপুরা, নিখিল দে ও পরিমল কর্মকার।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত