সভাপতি আবু সৈয়দ ও তাপস দাশ সাধারন সম্পাদক নির্বাচিত

Published: 25 Apr 2015   Saturday   

রাঙামাটি বনরুপা ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু সাঈদ ও সাধারন সম্পাদক পদে তাপস দাশ নির্বাচিত হয়েছেন। শুক্রবার উৎসব মূখর ও তীব্র প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। 

 

কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্ষন্ত এ ভোট গ্রহন চলে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হাজী মোহাম্মদ ইসহাক ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আবদুল কাদের। এ সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৬২১ জন। মোট ১৫টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। তবে অপর দুটি পদে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন।


অন্যান্য পদে যারা নির্বাচি হয়েছেন তারা হলেন, মোঃ জসিম উদ্দিন মোঃ আবদুল কাদের। সম্পাদক পদে তাপস দাশ, সহ-সম্পাদক পদে মোঃ নুরুল ইসলাম চৌধুরী(মিন্টু), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামাল হোসেন চৌধুরী (ইকবাল), অর্থ-সম্পাদক পদে রনজিত কুমার ধর, দপ্তর সম্পাদক পদে মোঃ ইউনুস, ক্রীড়া সম্পাদক পদে মোঃ নাঈম উদ্দিন চৌধুরী, সদস্য পদে হাফেজ মোঃ ওমর ফারুক(প্রথম স্থান), মোঃ বেলাল হোসেন, বিকাশ ধর,মোঃ মাসুদ রানা,মোঃ ইউছুফ,মোঃ মোনায়মেনুল ইসলাম লালটু, মোঃ ইউছুফ সওদাগর,এম কে আরিফুল ইসলাম। এছাড়া বিনা প্রতিদ্বদ্বিতায় সহ-সভাপতি(সংরক্ষিত) পদে ডা. গঙ্গামানিক চাকমা ও তথ্য,প্রচার যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক মো.হালিম শেখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত