বিলাইছড়িতে দীপংকর তালুকদারের গণসংযোগ ও মতবিনিময় সভা

Published: 25 Dec 2023   Monday   

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার সোমবার  বিলাইছড়িতে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। 

 
নির্বাচনী প্রচার-প্রচারনার অংশ হিসেবে নৌকা প্রার্থী দীপংংকর তালুকদার বিলােইছড়ি বাজারে লিপলেট বিতরণ শেষে আওয়ামীলীগ কার্য়ালয় প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথির  হিসেবে যোগদান করেন নৌকা প্রার্থী দীপংকর তালুকদার। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চ্যার সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান  অংসসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা ও হাজী কামাল উদ্দিন,  বৃষ কেতু চাকমা, অভয় প্রকাশ চাকমা,  সাংবাদিক সাখাওয়াত হোসেন রুবেল, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা শ্রমিকলীগের সভাপতি শামছুল আলম, বিলাইছড়ি উপজেলা আওয়াম জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলার শুভাশীষ কর, থুইপ্রু মার্মা, উষামং মার্মা প্রমূখ।  এছাড়া বিকালে দীপংকর তালুকদার কেংড়াছড়ি বাজারে এক পথ সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
 
 
দীপংকর তালুকদার  বিলাইছড়ি উপজেলার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে বলেন কারীগর পাড়া থেকে বিলাইছড়ি পর‌যন্ত যে সড়কটি হচ্ছে সেটি হয়ে গেলে বিলাইছড়িতে অর্থনৈতিক পরিবর্তনে বিরাট ভূমিকা রাখবে। সীমান্ত সড়ক ফারুয়া হয়ে টেগামূখ যাচ্ছে এখানেও বড় ভূমিকা রাখবে। এখানে কলেজ স্থাপন করা হয়েছে, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে , বিভিন্ন মহিলা সংস্থাকে এবং মৎস্য, কৃষি ও প্রাণীসম্পদের খামারীদের বিভিন্ন প্রনোধনা দেয়া হয়েছে। দেওয়ার একটাই কারণ তারা যেন স্বাভলম্বী হয়। জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রত্যেক্ষ উপকারভোগীদের অনুদান দেওয়া হচ্ছে। এসব দেওয়া সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে। 
 
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গীর্জা নির্মাণ করে দিচ্ছি যাতে করে সকল ধর্মাবলম্বী প্রত্যকে নিজ নিজ ধর্ম নিরাপদে সুন্দরভাবে পালন করতে পারেন। এ সমস্ত কিছু আপনাদের বিলাইছড়িবাসীর মানুষের জন্য করা হচ্ছে যাতে করে যাতে এ এলাকাটি উন্নয়নের মধ্য দিয়ে অগ্রসর হতে পারে। তাই উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ৭ জানুয়ারি শেখ হাসিনার নৌকার পক্ষে ভোট প্রদান করার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত