৪৭ ঘন্টার পর শিক্ষার্থীর মরদেহ কাপ্তাই হ্রদের পানিতে ভেসে উঠল

Published: 14 Jan 2024   Sunday   

রাঙামাটির বরকল উপজেলায় নৌ দুর্ঘটনায় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে নিখোজ স্কুল ছাত্রী উত্তরা চাকমার লাশ ৪৭ ঘন্টার পর রোবার উদ্ধার করা হয়েছে।


উল্লেখ্র, গেল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়নের জগন্নাথছড়ামুখ এলাকায় রাঙামাটি শহরগামী ট্রলার বোটকে বিপরীত দিক থেকে আসা ছোট হরিনাগামী একটি লঞ্চ ধাক্কা দিলে কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যায় উত্তরা চাকমা। সে রাঙামাটি শহরের ভেদভেদী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ী ৩নং আইমাছড়া ইউনিয়নের কালাপুনছড়া গ্রামে। সে কিছু দিন আগে ছুটিতে গ্রামের বাড়ী গিয়েছিল।


জানা গেছে, শিক্ষাথী উত্তরা চাকমা নিখোঁজের পর স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থল জগন্নাথছড়ামুখ এলাকা ও তার আশপাশ এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে খোঝাখুজি করে। এতে দুদিন খোজাখজির পরও তার সন্ধান পায়নি। রোববার সকাল ৯টার দিকে জগন্নাথছড়ামুখ এলাকায় উত্তরা চাকমার লাশ পানিতে ভেসে উঠে। এতে দেখতে পরে স্থানীয় লোকজন বরকল থানা পুলিশকে খবর দেয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মৃত উত্তরা চাকমার অভিভাবকদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবিমল চাকমা সত্যতা স্বীকার করে জানান, ৪৭ ঘন্টার পর উত্তরা চাকমার মরদেহ পানিতে ভেসে উঠেছে। শিক্ষাথীর মরদেহটি ময়নাতদন্ত ছাড়া তার মাবাবার কাছে দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত