রাঙামাটিতে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ৩ অটোরিক্সা সিএনজির যাত্রীর

Published: 15 Feb 2024   Thursday   

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাবাগান এলাকায় কাভার্ট ভ্যানের চাপায় অটোরিক্সা সিএনজি আরোহী ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।নিহতরা হলেন, নবীর হোসেন (৫০), মোঃ হানিফ(৫০) ও সোহেল। আহতরা হলেন, সৈকত চাকমা(২২), সিএনজি চালক মোঃ নূরুল আজীম(৩৫) ও অজ্ঞাত। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।


পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে একটি যাত্রীবাহী একটি অটোরিক্সা সিএনজি চট্টগ্রামের উদ্দেশ্য যাওয়ার সময় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার কলাবাগান এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান অটোরিক্সা সিএনজিকে পেছন দিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে অটোরিক্সা সিএনজি ও কাভার্ড ভ্যানটি ৪০ ফুট খাদে পড়ে গেলে ৩ জন সিএনজির যাত্রী নিহত হন। এর মধ্যে একজন ঘটনাস্থলে ও দুজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এছাড়া সিএনজি চালকসহ ৩ জন আহত হন। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। আহতদের মধ্যে চালক নূরুল আজীমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নবীর হোসেন ও হানিফের বাড়ী শহরের স্বর্ণটিলা এলাকায়।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাজীব চন্দ্র কর কর সত্যতা স্বীকার করে জানান, সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত