সরকার চুক্তি বাস্তবায়নের কথা বলে জুম্ম জনগনের সাথে চরমভাবে প্রতারণা করছে

Published: 26 Apr 2015   Sunday   

আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন-এ শ্লোগানকে সামনে রেখে রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বরকল থানা শাখা ৫ম সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

 

সন্মেলনে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সরকার চুক্তি বাস্তবায়নের কথা বলে  বার বার জুম্ম জনগনের সাথে চরমভাবে প্রতারণা করে চলেছে। চুক্তি বাস্তবায়ন তো দুরের কথা চুক্তিকে নসাৎ করার জন্য সরকার নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, জনসংহতি সমিতির পুর্বঘোষিত ১লা মে থেকে অসহযোগ আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মাধ্যমে সরকার চুক্তি বাস্তবায়নের জন্য উদ্যোগ না নিলে সকল পেশার মানুষকে এ অসহযোগ আন্দোলনে এগিয়ে এসে চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করার আহবান জানান।

 

বরকলের বেগেনাছড়ি এলাকায় অনুষ্ঠিত সংগঠনের সভাপতি উৎপল চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অথিতি ও উদ্ধোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমা।  বক্তব্যে রাখেন জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি সুর্বণ চাকমা,জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি নিকোলাই পাংখোয়া জেলা কমিটির সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা জেলা কমিটির সদস্য ও বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা। সম্মেলনে জেএসএস থানা কমিটি, মহিলা সমিতি, যুব সমিতি ,পাহাড়ী ছাত্র পরিষদ,হিলউইমেন্স ফেডারেশন জেএসএস ইউনিয়ন কমিটি ও গ্রাম কমিটির প্রতিনিধি পর্যবেক্ষক সহ দুইশতাধিক নেতাকর্মী  অংশ গ্রহন করেন।

 

সম্মেলন শেষে উৎপল চাকমাকে সভাপতি ও বিধান চাকমাকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত বরকল থানা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি সুর্বণ চাকমা।

 

সন্মেলনে বক্তারা  অভিযোগ করে বলেন, সরকার চুক্তি বাস্তবায়নের কথা বলে  বার বার জুম্ম জনগনের সাথে চরমভাবে প্রতারণা করে চলেছে। চুক্তি বাস্তবায়ন তো দুরের কথা চুক্তিকে নসাৎ করার জন্য সরকার নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

 

 বক্তারা আরও বলেন, জনসংহতি সমিতির পুর্বঘোষিত ১লা মে থেকে অসহযোগ আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মাধ্যমে সরকার চুক্তি বাস্তবায়নের জন্য উদ্যোগ না নিলে সকল পেশার মানুষকে এ অসহযোগ আন্দোলনে এগিয়ে এসে চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত