কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

Published: 23 Feb 2024   Friday   

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাইয়ের ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানে শুক্রবার একটি পিকনিক বাস উল্টে ১৩ জন আহত হয়েছেন।

 

জানা গেছে, শুক্রবার সকালের দিকে চট্টগ্রাম মহানগর থেকে কাপ্তাই উপজেলায পিকনিকে যাচ্ছিলো। এতে ৪০ থেকে ৪৩ জনের যাত্রী নিয়ে যাওয়ার সময় কাপ্তাইয় উপজেলার ৪ নং কাপ্তাইয় ইউনিয়নের ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানে স্টীল ব্রীজের সামনে পৌছলে পিকনিকের বাসটি(চট্টমেট্রো ব ১১-১২৮২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উপরে উল্টে যায়। এতে ১৩ জন বাস যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে কাপ্তাই নৌবাহিনী হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। এসড়কে উপর বাসটি উল্টে যাওয়ায় সড়কের উভয় পাশের্^ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনী সদস্যরা বেলা ২ টায় সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন। ঘটনার পর পর কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা এবং কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, সড়ক দূর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আহত ১৩ জনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাপ্তাই নৌবাহিনী হাসপাতালে নেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত