রাঙামাটিতে ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Published: 01 Mar 2024   Friday   

শুক্রবার থেকে রাঙামাটিতে মাস ব্যাপী ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। তিন পার্বত্য জেলা থেকে মোট ২২টি দল অংশ নিয়েছে।

 

উল্লেখ্য, ড.রামেন্দু শেখর দেওয়ান(আরএস দেওয়ান) ১৯৩২ সালের  ৭ জানুয়ারি খাগড়াছড়ির খবংপজ্যা গ্রামে জন্ম গ্রহন করেন। তিনি ২০২১ সালের ২৯ মার্চ  ৮৯ বছর বয়সে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে মৃত্যুবরণ করেন। তিনি ১৯৫২ সালে রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৫৬ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ১৯৬১ সালে বিএসসি (অনার্স) ও ১৯৬২ সালে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। পরে ১৯৬৮ সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীন কুইন এলিজাবেথ কলেজে ভর্তি হন এবং চার বছর পর এমফিল গবেষণা সমাপ্ত করেন। এরপর ১৯৮০ সালে রসায়নে সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকর প্রতিষ্ঠার আন্দোলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আন্তর্জাতিক মুখপাত্র হিসেবে অমৃত্যূ দায়িত্ব পালন করেন।  তিনি ছিলেন একজন নিখাদ স্বজাতি ও স্বদেশপ্রেমিক, অত্যন্ত ত্যাগী ও সাহসী মানবাধিকার কর্মী এবং বিপ্লবী। যুক্তরাজ্য ও ইউরোপে তার হাত ধরে জুম্ম জনগণের অধিকারের পক্ষে আন্তর্জাতিক প্রচারাভিযানের পত্তন ঘটেছে যা ধীরে ধীরে সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। জাতিসংঘে জুম্মদের পদার্পণ এবং জুম্মদের অধিকারের পক্ষে কথা বলার কাজটা তিনিই প্রথম শুরু এবং প্রতিষ্ঠিত করেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ, নিষ্ঠাবান ও সাদাসিধা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্য এ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে।


রাঙাপানি মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিরূপা দেওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিরন্দ্র বোধিপ্রিয় লারামা(সন্তু লারমা), আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা প্রমুখ। স্বাগত বক্তব্যে রাখেন ড.রামেন্দু শেখর দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জুয়েল চাকমা। খেলা শুরুর আগে আদিবাসী শিল্পী মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী দিনে কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতি বনাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী দলের মধ্য খেলা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী দল ৩-১ গোলে কাটাছড়ি জনকল্যাণ বহুমুখী সমিতিকে হারিয়ে দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী দলের খেলোয়াড় হিসেবে অংশ নেন গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডস অর্জনকারী প্রেনচু ম্রো। শনিবার বিকাল ৩ টায় ওল্ড ইজ গোল্ড বনাম বরকল একাদশ এবং বিকাল সাড়ে ৪টায় রংখ্রে ডং একাদশ বনাম র‌্যাপিড বুল এফসি খেলা অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত