খাগড়াছড়ি’তে ইউপিডিএফ কার্যালয়ে তল্লাশীর নিন্দা ও প্রতিবাদ

Published: 28 Apr 2015   Tuesday   

খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভরস্থ ইউপিডিএফ কার্যালয়ে তল্লাশীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।


ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে কোন কারণ ছাড়াই আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা ইউপিডিএফ কার্যালয়ে তল্লাশী চালিয়ে অফিস স্টাফ জুয়েল চাকমাকে আটক করে নিয়ে যায়। যদিও তাকে অর্ধেক রাস্তা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।


বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ইউপিডিএফ কার্যালয়ে তল্লাশী ছাড়াও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা মধ্য খবংপুয্যা গ্রামে হানা দিয়ে নিজ বাড়ি থেকে বাবলু তালুকদার(৪০ ও তাঁর বাড়িতে বেড়াতে আসা দেবনিষ চাকমা(৩৫) নামের গ্রামবাসীকে আটক করে নিয়ে যায়। এর মধ্যে বাবলু তালুকদার উন্নয়ন বোর্ডের একজন সরকারী কর্মচারী।


বিবৃতিতে অবিলম্বে সেনা শাসন তুলে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়া, ধরপাকড় বন্ধ করা এবং আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত