সভাপতি সাব্বির আহমেদ ও সাধারন সম্পাদক মোঃ সারোয়ার জাহান খান নির্বাচিত

Published: 30 Apr 2015   Thursday   

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা  হয়েছে। এতে সভাপতি পদে সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক পদে  মোঃ সারোয়ার জাহান খান  নির্বাচিত হয়েছেন। 

 

বৃহস্পতিবার  পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক খলিলুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, বৃহস্পতিবার ঢাকাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টামন্ডলী সভাপতির প্রতিষ্ঠাতা  ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়ার সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে ২৫ এপ্রিল রাঙামাটিতে অনুষ্ঠিত সন্মেলনে ঘোষিত  কেন্দ্রীয় কমিটির বাকী সদস্যদের নাম ঘোষনা করা হয়। এতে আগামী দুবছরের জন্য সভাপতি পদে সাব্বির আহমেদ  ও মোঃ সারোয়ার জাহান খানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত