মে দিবসে জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের র‌্যালী ও সমাবেশ

Published: 01 May 2015   Friday   

মে দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র‌্যালী ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।

 

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সমানে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক  ও জেলা  বিএনপির সভাপতি এ্যাড. দীপেন দেওয়ান। জেলা শ্রমিক দলের সভাপতি মো. মমতাজ মিয়ার সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিএনপিজেলা সহ সভাপতি জহির আহমদ সওদাগর,  যুগ্ন সম্পাদক এ্যাড. মামুনর রশীদ মামুন, জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর রবিউল আলম রবি, জেলা তৃণমুল দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম, শহর যুবদল সভাপতি ইউসুফ চৌধুরী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, শহর ছাত্রদলের সভাপতি সাব্বির আহমদ চৌধুরী।

 

এর আগে শহরের কাঠালতলি জেলা বিএনপি কার্যালয় থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  গিয়ে শেষ হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপেনদেওয়ান বলেন, সম্প্রতি চট্টগ্রাম, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চুরির মাধ্যমে আওয়ামীলীগ আবারও প্রমাণ করেছে তারা ভোট চুরি করে ক্ষমতায় যায়। এই সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাতে জনগণকে বিএনপি আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত