রোববার সড়কে যানবাহন চলাচল বন্ধ করে রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) পথ যাত্রা ও সভা করায় এইচএসসি পরীক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া শিক্ষার্থীদের দুর্ভোগ ও বিএনপি নেতা সালা উদ্দীন আহমেদকে কটুক্তি বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে জেলা যুবদল।
জানা গেছে, এনসিপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার রাঙামাটি শহরে সকাল ১১টায় পথ যাত্রা ও পথ সভা করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে কেন্দ্রীয় এনসিপির নেতৃবৃন্দ পৌছে যান দুপুর দেড়টার দিকে। নেতৃবৃন্দ দুপুর ১টার দিকে পৌছার পর পর জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা চৌমহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে বনরুপাস্থ পুলিশ বক্সের পাশে দুপুর ১টা ৪৩ মিনিটে শুরু হয়ে ২টা ৬মিনিটে। পথ সভা শেষ হওয়ার পর পর এনসিপির নেতৃবৃন্দ চট্টগ্রাম উদ্দেশ্য রওনা দেন। তবে পথা যাত্রা ও সভার কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে উভয় দিকে যানবাহন আটকে যায়। পথ সভা চলাকালীন সময়ে বিকল্প সড়ক হিসেবে পৌর সভা কার্যালয়ে রাস্তা দিয়ে ট্রাইবেল আদাম হয়ে হ্যাপী মোড় দিয়ে বাস-ট্রাক বাদে ছোট যানবাহনকে চলাচলের অনুমতি দেয়।
সূত্র জানায়, রোববার রাঙামাটি সরকারী মহিলা কলেজ ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বেলা ১টা দিকে বাসযোগে বাড়ীতে ফেয়ার পথে রাঙামাটি পৌরসভা কার্যালয় এলাকায় পরীক্ষাদের বাস থেকে পুলিশ নামিয়ে দেয়। এতে পরীক্ষাদের ক্ষোভ প্রকাশ করেন। পরে পরীক্ষার্থীরা হেটে আসার সময় এক পর্যায়ে পথ সভাস্থলে পৌছলে ভূঁয়া ভূঁয়া করে শ্লোগান দেয়। এসময় পুলিশ পরীক্ষাদের নিভৃত করে এগিয়ে দেয়।
এদিকে, এনসিপির পথ সভায় এইচএসসি শিক্ষার্থী ও রোগীদের গাড়ী বন্ধ করে দিয়ে দুর্ভোগ সৃষ্টি ও বিএনপি নেতা সালা উদ্দীন আহমেদকে কটুক্তি বক্তব্যের প্রতিবাদে রোববার বিকালে বিক্ষোভ-মিছিল করেছে জেলা যুবদল ও ছাত্রদল। এতে বক্তব্যে দেন জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ মোস্তফা, জেলা ছাত্র দলের সভাপতি ফারুখ আহমেদ সাব্বির ও সাধারন সম্পাদক আলী আকবর সুমন প্রমুখ।
জেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী জাহিদুল ইসলাম পথ সভা চলাচলে কাউ বাধা দেওয়া হয়নি উল্লেখ করে জানান, রাঙামাটি সরকারী কলেজের ছাত্রদলের ১০ থেকে ১২ জনের ছেলে-মেয়ে সাধারন মানুষের মতো হেটে গিয়ে পথ সভার কিছু দুরে গিয়ে শ্লোগান দিয়ে চলে গেছে। এছাড়া শনিবার সন্ধ্যায় শহরের কলেজ গেইট এলাকায় পথ সভার প্রচারনার সময় প্রচারনাকারীকে লাঠি দিয়ে পিঠিয়েছে।
জেলা এনসিপি প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, মুলত মানুষের সমাগমের রুট পয়েন্ট বিবেচনায় আমরা বনরূপা এলাকায় মঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমাদের ধারণা ছিল না আজ(রোববার) এইচএসসি পরীক্ষা ছিল। তবে বিষয়টি নজরে আসার পর আমরা পরীক্ষার্থীদের চলাচলের ব্যবস্থা করেছি। এজন্য আমরা বার বার দু:খও প্রকাশ করেছি।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, এনসিপির পথ সভা চলাকালীন সময়ে তিনি মূল সভাস্থলে ছিলেন। তবে সভাস্থলের দিকে বাস চলাচল করলে বিশৃংখলা হওয়ার কারণে সেদিকে বাস চলাচল করতে দেওয়া হয়নি। তবে যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক করে দেওয়া হয়েছে। হয়তো এইচএসসি পরীক্ষার্থীরা বাসে করে যেতে না পেরে হেটে যেতে হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এ সংখ্যা ৮ থেকে ১০ জনের হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.