পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়েছে-পররাষ্ট্র উপদেষ্টা

Published: 19 Jul 2025   Saturday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক মো. তৌহিদ হোসেন। তিনি, সেসব সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা রয়েছে বলে চুক্তিটি সম্পুর্ন বাস্তবায়িত হয়নি। চেষ্টা করছি যেন সবাই মিলে একসাথে এমনভাবে করি যাতে নতুন করে আর কোন বির্তক সৃষ্টি না হয়।
শনিবার রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
রাঙামাটিতে উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে পূর্ব নির্ধারিত এ সভাটি সকাল ১১টা শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টায়। বৈঠকে উপস্থিত ছিলেন, পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, চুক্তি স্বাক্ষরকারী ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা), পার্বত্য চট্টগ্রাম শরনার্থী বিষয়ক ফোর্স চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, উপ-সচিব মঙ্গল চন্দ্র পাল ও উপ-সচিব সামছুল হক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বৈঠক নিয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সন্তু লারমা।
পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যেটা রয়েছে সেটাকে স্বীকার করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে। আমরা চেষ্টা করেছি ছোট বিষয়গুলো যেগুলো সহজেই সমাধান করা যায়, সেগুলোকে আমরা যেনো শেষ করে ফেলি। আর যেগুলো কঠিন বিষয় রয়েছে সেগুলোকে কিভাবে সমাধান করা যায়, সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করছি।
অত্যন্ত আন্তরিক ও সৌহার্দপূর্ণ পরিবেশে বৈঠকে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈঠকে সব বিষয়ে বিষদ আলোচনা হয়েছে। নতুন করে সমস্যা চিহ্নিত করার প্রয়োজন নেই। আমরা জানি চুক্তির কিছু সমস্যা রয়েছে।

সংবাদিকদের প্রশ্নের উত্তরে সন্তু লারমা বৈঠকটি ফলপ্রসু হয়েছে বলে জানিয়েছে বলেন, তার নিজস্ব কিছু বলার নেই। যা বলার উপদেষ্টা বলে ফেলেছেন। তাই আমার মনে হয় আজকে এগুলো বলার কোন অবকাশ নেই। তবে এ বৈঠকে কি কি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে তা জানাতে চাননি কোন পক্ষই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত