ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য ক্রীড়া মন্ত্রনালয়ের আর্থিক অনুদান প্রদান

Published: 23 Jul 2025   Wednesday   

জাতীয় মহিলা ফুটবলার ঋতুপর্ণা চাকমার মায়ের চিকিৎসার জন্য বুধবার রাঙামাটিতে সরকারী আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
 জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক ঋতুপর্না চাকমার বড় বোন পম্পি চাকমার হাতে হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কাজী আতিকুর রহমান, এনডিসি এস এম মান্নাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ঋতুপর্ণা মায়ের অসুস্থতার খবরে ক্রীড়া মন্ত্রনালয় থেকে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে দুই লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত