রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার

Published: 28 Jul 2025   Monday   

রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের গোল্ডেন হিল নামে একটি আবাসিক হোটেল থেকে একজন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মুন্না সরকার। এ ঘটনায় ওই আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করা হয়েছে । রোববার গভীর রাতে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। 
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯ টার দিকে  শহরের রিজার্ভ বাজারের  গোল্ডেন হিল আবাসিক হোটেলে একটি কক্ষে মুন্না সরকার নামে এক নারীকে  ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থা  দেখতে পায়  হোটেলের এক বয়। পরে ওই নারীতে বাচানোর জন্য দরজা ভেঙে  ফাঁস দেওয়া থেকে নামানো হলেও  তাকে তার আগে মারা যান  তিনি। পরে আবাসিক হোটেলের পক্ষ থেকে পুলিশকে জানানোর পর রাত দেড় টার দিকে পুলিশ নারী লাশ উদ্ধার করে। এসময় হোটেলের ব্যবস্থাপক মো. কুতুব উদ্দিনের কথা অসলগ্ন হওয়ায়  আটক করে পুলিশ।  ওই নারী হোটেলের রেজিষ্ট্রার খাতায় রয়েছে মুন্না সরকার নামে।  ঠিকানা ঢাকার ধানমন্ডির এলাকায়।  রাতেই খবর পেয়ে চট্টগ্রাম থেকে আসা ওই নারীর স্বামী পরিচয় দেওয়া মো. আব্দুল কাদের ও মেয়ে সাদিয়া আক্তার বৃষ্টি  হাজির রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ওই হোটেলে।  

মৃত নারীর স্বামী পরিচয় দেওয়া মো. আব্দুল কাদের বলেন, তার স্ত্রী চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা।  তার স্ত্রী কি কাজ করতেন সেটি পরিবারের সবাই জানতেন না। এর আগে আকাধিকবার রাঙামাটিতে একা একা এসেছেন তিনি।

কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, রিজার্ভ  বাজারের গোল্ডেন হিল নামে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আবাসিক হোটেলের ব্যবস্থাপককে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের পর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত