জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বিলাইছড়িতে শপথ পাঠের আয়োজন

Published: 26 Jul 2025   Saturday   

সারাদেশের ন্যায় একযোগে রাঙামাটির বিলাইছড়িতেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপঠ পাঠ   শনিবার (২৬ জুলাই)অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে  ঢাকার ওসমানী মিলনায়তন থেকে সরাসরি সম্প্রসারিত অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে শুরুতে দাঁড়িয়ে  জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর  সারাদেশে একই সময়ে  জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে দাঁড়িয়ে  শপঠ পাঠ করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একটি প্রামাণ্য ভিডিওচিত্রও প্রদর্শিত হয়।

 এসময়  উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার উম্মে সাইকা, বিলাইছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম প্রমূখ। এছাড়া সাধারণ জনগণ,  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারী, বিলাইছড়ি কলেজের শিক্ষকগণ ও উপজেলার সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত