সারাদেশের ন্যায় একযোগে রাঙামাটির বিলাইছড়িতেও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে শপঠ পাঠ শনিবার (২৬ জুলাই)অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ঢাকার ওসমানী মিলনায়তন থেকে সরাসরি সম্প্রসারিত অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালী যুক্ত হয়ে শুরুতে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর সারাদেশে একই সময়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে দাঁড়িয়ে শপঠ পাঠ করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের একটি প্রামাণ্য ভিডিওচিত্রও প্রদর্শিত হয়।