বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্নিমা পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে বান্দরবান শহরের জাদি পাড়াস্থ রাজবাড়ি থেকে বিশ্বশান্তি কামনায় এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা ও প্রার্থনা সভায় বোমাং সার্কেলের চীফ বোমাংরাজা উচপ্রু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বোধি বৃক্ষে চন্দন জল ঢেলে বিশ্ব শান্তির জন্য কামনা করা হয়। এরপর শহরের রাজগুরু বিহারে (খিয়ংওয়া কিয়ং) বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
পরে শহরের উজানী পাড়াস্থ উজানী পাড়া বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত প্রার্থনা সভায়ও প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাজা উচপ্রু চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রয়াত বোমাংরাজার রাজপুত্র চহ্লাপ্রু জেমী, বালাঘাটা মৌজার হেডম্যান মংনু, রাজ পরিবারের সদস্যরাসহ প্রজা ও শতশত বৌদ্ধ নর-নারী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.