বিলাইছড়িতে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান

Published: 30 Jul 2025   Wednesday   

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে বুধবার (৩০ জুলাই) ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

বিলাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ মামুনুল হক।   জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা অফিসার (রু:দা) বিভীষন চাকমা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাইখ্যাং রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যা। এ সময় উপজেলার সকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি সভাপতি, শিক্ষার্থী ও অভিভাবক এবং উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলোপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)  এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর  কর্তৃক বাস্তবায়নাধীন "পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম" এর আওতায় বিলাইছড়ি উপজেলায় ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্য়ায়ে ১০ (দশ) জন  "উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার " প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এই ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা উপজেলার মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, একজন শিক্ষার্থীর এই পুরস্কার প্রাপ্তির পিছনে শিক্ষকের ভূমিকা রয়েছে। তাই শিক্ষকদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুরোধ করা হয়।  পাশাপাশি শিক্ষার্থীরা যারা উপজেলায় শ্রেষ্ঠ হয়েছেন, তাদেরকেও মনে রাখতে হবে তাদেরকে শুধু জেলা না জাতীয় পর্য়ায়ে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীর সাথে যুদ্ধ করতে হবে। তাই তাদেরকে সেভাবে তৈরী হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। এবং শিক্ষার মানোন্নয়নের জন্য বিলাইছড়ির মত দূর্গম পাহাড়ি এলাকায় যেখানে বিদ্যালয় আছে সেখানে যেন ছাত্র-ছাত্রী হোস্টেল চালুর জন্য দাপ্তরিকভাবে সুপারিশ করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত