বান্দরবানের লামা উপজেলাধীন চাম্পাতলী আনসার ব্যটালিয়ান জোন মাঠে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
চাম্পাতলী আনসার ব্যটালিয়ান জোনের মাঠে শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-এর শুভ উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন লামা ৩৩ আনসার ব্যাটেলিয়ান এর অধিনায়ক হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। বিশেষ অতিথি ছিলেন, লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, ৩৩ আনসার ব্যাটেলিয়ানের কোম্পানী কমান্ডার মিজানুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর হাবিলদার (অব) আবু তাহের, উপজেলা যুবলীগ সভাপতি জাহেদ উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি দাশ,ফুটবল টূর্নামেন্টের মূল আয়োজক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাইদুর রহমান ও যুগ্ন আহবায়ক মংক্যহ্লা মারমা। পাহাড়ি-বাঙ্গালী সকল সম্প্রদায়ের সর্বস্তরের নারী-পুরুষরা খেলা দেখতে সমবেতন হন।
উদ্বোধনী খেলায় মিশন একাদশ ১-০ গোলে পরাজিত করে লোহাগারা ক্রীড়া সংস্থাকে। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টে অংশগ্রহন কৃত দল গুলো হচ্ছে মিশন একাদশ, লোহাগারা ক্রীড়া সংস্থা, মিরিঞ্জা ফাইটার্স, রেঁনেসা স্পোটিং ক্লাব, ফ্রেন্ডস অফ চাম্পাতলী, আলীকদম ক্রীড়া সংস্থা, বমু বিলছড়ি একাদশ ও চাম্পাতলী ক্রীড়া সংস্থা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.