কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়,মঙ্গলবার বাধের পানি ছাড়া হবে

Published: 04 Aug 2025   Monday   

টানা বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌছেছে। মঙ্গলবার সকাল ৯টায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হবে।
সোমবার বিকালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্হাপক মাহমুদ হাসান এক বিশেষ ঘোষনায় বলেছেন, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমার নিকটবর্তী হওয়ায় মঙ্গলবার সকাল ৯টায় বাধের স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হবে। তবে জরুরী পরিস্থিতিতে এই ঘোষনার পুর্বে যে কোন সময়ে স্পিলওয়ের গেট খুলে পানি ছেড়ে দেওয়া হতে পারে। কর্ণফুলী নদীর তীরবর্তী জনসাধারণেক আতংকিত না হয়ে সর্তকতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছেন বিশেষ ঘোষনায়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, সোমবার বিকাল পর্যন্ত হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৭ দশমিক ৮৪ ফুট মিনস সি লেভেল এমএসএল রয়েছে। ১০৮ ফুট এমএসএল গেলে বিপদসীমা হিসেবে ধরা হয়। পানির ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। মঙ্গলবার সকাল ৯টায় বাঁধের স্পিলওয়ের ১৬টি গেটের ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে ৯ হাজার কিউসেক পানি নির্গত হয়ে কর্ণফুলী নদীতে পড়বে।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ রুহুল আমীন বলেন সোমবার কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটির এক জরুরী মিটিং হয়েছে। মঙ্গলবার কাপ্তাই কর্ণফূলী বাঁধের পানি ছেড়ে দেওয়ার জন্য মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার জনগণের দুর্ভোগ কমানোর লক্ষে এ পানি ছেড়ে দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত