রাজস্থলীতে জেলা পরিষদ চেয়ারম্যানের উন্নয়ন প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন

Published: 05 Aug 2025   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির রাজস্থলী উপজেলায় দিনব্যাপি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার  উন্নয়নমুলক প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন করেছেন।

পার্বত্য জেলা পরিষদের পরিচালিত রাজস্থলী উপজেলা বিশ্রামাগার সংস্কার পরবর্তী নব নির্মিত ভবন উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়াও তিনি  রাজস্থলী উপজেলাধীন বিভিন্ন এটিমখানা ও শিশু সদনের মাঝে চাউল বিতরণ , প্রান্তিক জনগোষ্ঠির উপজেলা সদরের সাথে যোগাযোগের নির্ধারিত স্থানে যাত্রি ছাউনী স্থাপন প্রকল্পের উদ্বোধন, পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন ও বাঙ্গাল হালিয়ার খ্যাংদং পাড়ার মাইস্টোনের শিক্ষার্থী উক্য ছাইং মারমার শ্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সাথে ছিলেন মাননীয়  জেলা পরিষদ সদস্য প্রতুল চন্দ্র দেওয়ানসহ অন্যরা।  

পরিষদ চেয়ারম্যান মহোদয়  এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা ও বাস্তব সম্মত প্রকল্প বাস্তবায়ন করে যাবেন। এ বিষয়ে তিনি এলাকাবাসীর কাছ থেকে সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅার.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত