বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের গনসংবর্ধনা দিল আলীদকমবাসী

Published: 02 May 2015   Saturday   

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের বিশাল গন সংবর্ধনা দিয়েছে আলী কদম উপজেলাবাসী।


আলীকদম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা। আলীকদম উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষি পদ দাশ, পরিষদ সদস্য ও আলীকদম উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক থোয়াই চাহ্লা মারমা, তিংতিংম্যা,ফাতেমা পারুল, জুয়েল বম,ক্যাউচিং চাক,ফিলিপ ত্রিপুরা,সিংইয়ং ¤্রাে, জহিরুল ইসলাম, থোয়াইহ্লা মং মার্মা প্রমুখ। এসময় বক্তব্যে দেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারন সম্পাদক নাজিম উদ্দিন,সমাজ কল্যান সম্পাদক ক্যহ্লা মার্মা লুপ্রু। অনুষ্ঠান পরিচালনা করেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন।


এর আগে দুপুরের দিকে নবনিযুক্ত বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা তার সদস্য বর্গদের নিয়ে লামা সদর উপজেলার রাস্তার মাথায় পৌঁছলে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন। অতিক্রম করে আলীকদম রওয়ানা দিলে রাস্তায় রাস্তায় সর্বস্থরের জনসাধারন নবগঠিত পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা জ্ঞাপন করেন। এছাড়া কোমলমতি স্কুল ছাত্র-ছাত্রীরা রাস্তায় দাড়িয়ে তাদের সংবর্ধনা দেয়। এসময় অর্ধশতাধিক নির্মিত তোরন তৈরী করা হয়। পরে পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদের গাড়ী বহরটি আলীকদম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছলে সেখানে উপস্থিত সর্বস্থরের জনসাধারন মুর্হু মুর্হু করতালি ও জয়বাংলা শ্লোগানের মাধ্যমে আগত অতিথিদের নির্মিত মঞ্চে নিয়ে গেলে সেখানে তাদেরকে ফুলের তোড়া ও উত্তোরিয় পড়িয়ে দেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যরা স্থানীয় সেনা নিবাসে আলীকদমের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেন আজকের সংবর্ধনা মুলতঃ আমাদের প্রাপ্য নয়। এ সংবর্ধনার প্রপ্য হচ্ছে বান্দরবানের সর্বস্থরের জনগনের একমাত্র নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুরের।


তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বান্দরবানে যে উন্নয়ন সাধিত হয়েছে তা বিগত শত বছরের মধ্যেও কেউ করতে পারেনি। তিনি আলীকদম উপজেলা আওয়ামীলীগ নেতাদের দাবীর পরিপ্রেক্ষিতে বলেন আলীকদম উপজেলায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অনুমোদন সরকার ইতিমধ্যেই করেছে। আগামী কিছুদিনের মধ্যেই তার বাস্তবায়ন শুরু করা হবে।


তিনি বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদে কোন প্রকার নিয়োগ বানিজ্য নেই। যদি কখনো নিয়োগ বানিজ্যের প্রমাণ পাওয়া যায় তাহলে তার সাথে যিনিই জড়িত থাকুক নাকেন তাকে সঙ্গে সঙ্গে জেলা পরিষদ থেকে বহিস্কার করা হবে।

 

তিনি শিক্ষার উপর জোর দিয়ে বলেন কোন জাতি শিক্ষার আলোয় আলোকিত হওয়া ছাড়া দেশ এবং সমাজের উন্নয়ন করতে পারে না। তাই সকলকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অংশগ্রহনের আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত