রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন ক্রিকেট অনুরাগী ছাত্রদের অংশগ্রহণে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। কোর্স শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া অফিসের আনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম। জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র লাল চাকমা। পরে অতিথিরা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কোর্স প্রদান করেন বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক (বিপিএড) সত্যপ্রিয় তংচঙ্গ্যা।
সনদপত্র বিতরণ কালে বক্তরা বলেন, ক্রিকেটে বর্তমানে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে এবং দেশ বিদেশে অনেক সুনাম অর্জণ করেছে। তাই ভাল প্রশিক্ষণের মাধ্যমে এ জেলা ও উপজেলা থেকেও ভাল ক্রিকেটার বের করা সম্ভব।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.