রাঙামাটিতে মহিলা অধিদপ্তরের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা

Published: 13 Aug 2025   Wednesday   

বুধবার রাঙামাটিতে মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 
মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন  সনাক রাঙামাটি শাখার সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসা, সনাক সদস্য রনজিৎ নাথ ও অঞ্জুলীকা খীসা বক্তব্য  দেন।   
এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনুকা খীসা বলেন, ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ২০২৫-২৬ চক্রে সনাক টিআইবি’র মাধ্যমে চিহ্নিত অযোগ্য উপকারভোগেীদের স্থলে অপেক্ষমান তালিকা থেকে নতুন যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।
 
মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে ১৩ আগস্ট সকালে সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা এর সভাপতিত্তে অনুষ্ঠিত মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালকের সাথে সনাকের অ্যাডভোকেসি সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ১৭ ডিজিটের জাতীয় পরিচয়পত্র আইডি নম্বর ও স্মার্ট কার্ড আইডি নম্বর ভিন্ন হওয়াই এবং পিতা/ অভিভাবকের নাম ভিন্ন ভিন্ন ব্যবহার করায় অনেক সময় অযোগ্য উপকাভোগীদের চিহ্নিত করা সম্ভব হয়না। সনাক- টিআইবি’র মাধ্যমে চিহ্নিত হওয়াই তিনি সন্তোষ প্রকাশ করেন।
 
সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, বিগত চক্রগুলোতে ভিজিডি/ভিডব্লিউবি কর্মসূচি পরিবীক্ষণের ধারাবাহিকতায় টিআইবি’র চলমান প্যাকটা প্রকল্পের আওতায় ২০২৫-২৬ চক্রেও টিআইবি’র উদ্যোগে দেশের ৪৫টি সনাক কর্ম এলাকার অংশ হিসেবে রাঙামাটি সদর উপজেলায় ভিডব্লিউবি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে ভিডব্লিউবি কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সংশ্লিষ্ট নীতিমালার আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভিডব্লিউবির প্রকৃত উপকারভোগী নির্বাচনে সহায়তা করা।  তিনি যথাযথ প্রক্রিয়াই অযোগ্য উপকারভোগীদের বাদ দিয়ে অপেক্ষমান তালিকা থেকে যোগ্য উপকারভোগী তালিকায় অন্তর্ভূক্তির আহ্বান জানান। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত