রাঙামাটির কাউখালী উপজেলার যৌথখামার এলাকায় দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার(৪৮) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটি পুনঃনির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার রাঙামাটি সদর সেনা জোনের মানবিক কাজের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরটি পুনঃনির্মাণ করে দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে আনুষ্ঠানিকভাবে এ ঘরটি বুঝিয়ে দেওয়া হয়।
সকাল ১০টায় পুনঃনির্মাণকৃত ঘরটি অনুষ্ঠানিকভাবে দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার কাছে হস্তান্তর করেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো: জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, এসইউপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, রাঙামাটি সদর জোনের ৬০ ইবি-এর ক্যাপ্টেন সাদেকী আরাফান নিলয়, কাউখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনসহ স্থানীয় হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গেল ৬ জুলাই কাউখালীর যৌথখামার এলাকায় দিনমজুর ক্যাথোয়াইচিং মারমার বাড়িটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে পুরো পরিবার গৃহহীন হয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে চাল, ডাল ও নগদ অর্থ দিয়ে সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.