রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলোর সংবর্ধনা

Published: 19 Aug 2025   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম আলো পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সুরিৎ কুমার চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা, উন্নয়ন কর্মী মোহাম্মদ আলী, বাইসাইকেল ট্রাভেলার বীর কুমার তঞ্চঙ্গ্যা প্রমূখ। স্বাগত বক্তব্যে দেন প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি সাধন বিকাশ চাকমা। এসময় তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পড়ে শুনান। অনুষ্ঠান সঞ্চলনা করেন রাঙামাটির বন্ধুসভায় সদস্য পূর্না চাকমা। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তাহসানুল হক ও আইশা বিনতে কামাল। পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষ। অনুষ্ঠানে অংশগ্রহনকারী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়। 
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। পরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। তাছাড়া অনুষ্ঠানে মিথ্যা, মাদক ও মুখস্তকে না বলার শপথ নেয় অংশ গ্রহনকারী শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রথম আলো রাঙামাটি বন্ধুদের আয়োজনে নৃত্য পরিবেশন ছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও ক্রেষ্ট বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক সুরিৎ কুমার চাকমা বলেন, তোমরা র্দীঘ পর পাড়ি দিয়েছে। এখনো পথ পাড়ি দেওয়া বাকি আছে। তোমরা সেই পথও অতিক্রম করতে হবে। সব পথ অতিক্রম করে কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ শিক্ষক আইনজীবি হবা। আগামীতে দেশের জন্য করতে প্রস্তুতি করতে হবে তোমাদের।
শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা বলেন, ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, দেশ, রাষ্ট্র ও আমাদের সমাজের জন্য স্বপ্ন দেখতে হবে। যাতে সবাই আমরা একটি সুন্দর দেশ পাই। এ জন্য তোমাদের নিজেদের গড়ে তুলতে হবে। তোমাদের প্রস্তুতি, গড়ে ওঠা, তোমাদের সাফল্যে ওপরে নতুন বাংলাদেশ অপেক্ষা করছে। আগামীতে তোমাদের দায়িত্ব ভার নিতে হবে। তিনি আরো বলেন, এক বছর আগে আমাদের বাংলাদেশ ভূমিধ্বস এক বিপ্লব-গণঅভ্যুত্থান হয়েছে। কেন হয়েছে এটা বৈষম্য বিরুদ্ধে হয়েছে। অর্থাৎ আজকে দেখ আমরা জানতে পারছি যে, আমাদের দেশ কত দুর্নীতিগ্রস্ত ছিল। এখানে যাঁরা বিচারক ছিলেন, যাঁরা রাষ্ট্র চালিয়েছেন, নীতি-নির্ধারক ছিলেন তাঁরা এক সময় তোমাদের মত মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু আজকে সেই মূল্যবোধ অবক্ষয়, আজকে আমাদের তলানিতে নিয়ে গেছে। আশঙ্কায় ছিলাম আমাদের দেশ অকার্যকর দেশে পরিণত হবে। কিন্তু তরুনেরা আবার জেঁগে উঠেছে। পরবর্তী প্রজন্ম তোমরা আছ, এ জন্য তোমাদেরকে দায়িত্ব নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত