প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে গণ সংলাপ

Published: 21 Aug 2025   Thursday   

সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পদ্ধতি সম্পর্কে তৃণমুল মানুষদের অবহিত করতে ও   প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের গণ সংলাপ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আশিকা) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদ ভবনে এ সংলাপে সভাপতিত্ব করেন বন্দুক ভাঙা ইউনিয়নের চেয়ারম্যান অমর চাকমা। 

সংলাপ অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, রাঙামাটি সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো আব্দুর রশীদ, সদর মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি রাকেশ চাকমা। সংলাপে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা, প্রকল্প সমন্বয়ক বিধান চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সদস্য বিমলেন্দু চাকমা।  সংলাপে আশিকা কর্তৃক বাস্তবায়নাধীন অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত