অনিয়মের অভিযোগে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলে দুদকের অভিযান

Published: 21 Aug 2025   Thursday   

বিভিন্ন প্রকল্প কাজের অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুর্নীতি দমন কমিশন(দুদক) অভিযান পরিচালনা করেছে।
দুদকের রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের নেতৃত্বে সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে উপস্হিত ছিলেন দুদকের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ অন্যরা।
অভিযানের সময় দুদক কর্মকর্তারা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে অনুপস্থিত, উপস্থিতির স্বাক্ষর বইয়ের গরমিল খুজে পান। এছাড়া, অভিযোগ পাওয়া বিভিন্ন প্রকল্পের  নথিপত্র  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়ার কাছ থেকে সংগ্রহ ও যাচাই-বাছাই করা ছাড়াও চলমান নিম্নমানের প্রকল্প কাজের স্থান পরিদর্শন করেন দুদক কর্মকর্তারা। 

দুদকের রাঙামাটির উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন, তাদের কাছে এ প্রকল্প নিয়ে কিছু অভিযোগ ছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তারা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন।  তিনি নিজেই এ অভিযানে গিয়ে নথিপত্র সংগ্রহ করেছেন। পত্রিকায় প্রতিবেদন প্রকাশের প্রতিবেদনের উপর প্রকৌশলী পরাগ বড়ুয়া কাগজপত্র গুছিয়ে রেখেছেন মনে হয়েছে। প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে তারা সরেজমিন কাজের স্থান পরিদর্শন করেছেন। তদন্তের কাজ চলমান রয়েছে। তবে অসংগতি পেলে  মামলা পর্যায়ে যাওয়ায় সেভাবে এগুনো হচ্ছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত