খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মা-মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার দুপুরে রামগড় পৌরসভার বাগান টিলা এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মা আমেনা বেগম (৯০) ও তার মেয়ে রেহানা আক্তার (৪৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে রামগড় পৌরসভার বাগান টিলা এলাকার বাড়ীতে মা মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি কক্ষের বিছানায় মা মৃত মীর হোসেনের স্ত্রী আমেনা বেগম ও তার মেয়ে রেহানা আক্তারের মরদেহ পড়ে থাকা মরদেহ উদ্ধার করে। মৃত রেহানার স্বামী মোস্তফা ওমান প্রবাসী এবং ঘরে মা-মেয়ে দুই জনে থাকতেন। এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, এ ঘটনায় সিআইডি’র ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। টিম পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.